![]() |
| ভোট দিচ্ছে ভোটারা |
মোঃ মোস্তাক / বর্তমানবার্তা ডট কম / ৪ এপ্রিল ২০১৫ / বৈদ্যার বাজার (সোনারগাঁ) সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও ভেন্ডার সমিতির কার্যকরি পরিষদের নির্বাচন ৪ এপ্রিল (আজ) শনিবার সকাল ১০ থেকে শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ চলছে। দীর্ঘ বছর পর নির্বাচন হওয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। খলিল- জসিম পরিষদে ১৫ জন ও ইসহাক- শাহিন পরিষদে ১৫জন প্রদ প্রার্থী প্রতিদন্ধিতা চলছে।

Post a Comment
Facebook Disqus