
বর্তমান বার্তা ডট কম / ২৪ এপ্রিল ২০১৫ / তারকা বহুল এবং অ্যাকশন ধর্মী সিনেমা ফিউরিয়াস সেভেন’র বক্স অফিস সাফল্য চলছেই। হলিউড অভিনেতা পল ওয়াকার অভিনীত এ শেষ সিনেমাটি এরই মধ্যে সর্বমোট আয় করেছে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার।
ডমেস্টিক বক্স অফিসে এ সপ্তাহে ফিউরিয়াস সেভেন আয় করেছে ৬০.৬ মিলিয়ন মার্কিন ডলার। আর শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ দিনে মোট আয় ২৫২.২ মিলিয়ন মার্কিন ডলার যা এ ফ্যাঞ্চাইজির আগের ফিউরিয়াস সিক্স এর চেয়ে বেশি।ফিউরিয়াস সিক্স ’র আয় ছিল ২৩৯ মিলিয়ন মার্কিন ডলার। আর সিনেমাটি ডমেস্টিক এবং বিদেশি মিলিয়ে সর্বমোট আয় করেছে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার।
ফিউরিয়াস সেভেন সিনেমাটি এরই মধ্যে ইউনিভার্সাল প্রযোজনা সংস্থার বিদেশে সর্বাধিক আয়কৃত সিনেমা নির্বাচিত হয়েছে। পাশাপাশি ইন্ডিয়া এবং আর্জেন্টিনা সহ বিশ্বব্যাপী প্রায় ১৪ টি দেশের সর্বাধিক আয়কৃত বিদেশি সিনেমা নির্বাচিত হয়েছে এ সিনেমাটি।
গত রোববার চীনে মুক্তি পেয়ে প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ৬৮.৬ মিলিয়ন মার্কিন ডলার। যা একদিনে আয়ের দিক থেকে বিশ্বের দ্বিতীয় সিনেমা। ইন্ডিয়াতে এ সিনেমার আয় ২০.৮ মিলিয়ন মার্কিন ডলার। মেক্সিকোতে ৩৯.৭ মিলিয়ন মার্কিন ডলার, ইউকে তে ৩৯.১ মিলিয়ন মার্কিন ডলার,জার্মানিতে ২৮.৩ মিলিয়ন মার্কিন ডলার, ব্রাজিলে ২৩.৫ মিলিয়ন মার্কিন ডলার,অস্ট্রেলিয়াতে ২৩.১ মিলিয়ন মার্কিন ডলার, ফ্র্যান্সে ২০.৭ মিলিয়ন মার্কিন ডলার, তাইওয়ানে ১৮.৮ মিলিয়ন মার্কিন ডলার, আর্জেন্টিনায় ১৬.৩ মিলিয়ন মার্কিন ডলার, ইতালিতে ১৬.২ মিলিয়ন মার্কিন ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ১৬.১ মিলিয়ন মার্কিন ডলার।
Post a Comment
Facebook Disqus