বর্তমান বার্তা ডট কম / ১৮ এপ্রিল ২০১৫ /  নতুন বছরে চারদিকে খুশির আমেজ। বৈশাখি উন্মাদনায় মেতেছেন সবাই। পিছিয়ে নেই তারকারাও। আজকের উদযাপন নিয়ে নিজের অনুভূতি জানানোর পাশাপাশি স্মৃতি হাতড়ে পাঠকদের জানালেন মজার স্মৃতিও।
পরী মনির সারাদিন কেটেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজনের সঙ্গেই। তিনি বলেন, ‘সারাদিন চলচ্চিত্র পরিবারের সঙ্গেই আছি। এফডিসিতে বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিয়েছি। আজ সবার মনেই খুশি খুশি একটা ভাব চলে এসেছে। সকালে উঠেই বৈশাখি ড্রেস পরে পায়ে আলতা পড়ে সেজেছি। আর অনুষ্ঠানে তো পারফর্ম্যান্স করছিই।
সবার কাছে বৈশাখ মানেই তো আলাদা ধুম। কিন্তু বৈশাখ মানেই আমার কাছে অন্যকিছু। ছোটবেলা থেকেই সবাইকে ডিস্টার্ব করতাম। কেউ সুন্দর করে সাজুগুজু করে বের হলে তাকে রঙ মাখিয়ে দিতাম। মেলায় গিয়েও দুষ্টুমী করতাম। কেউ হয় তো মোয়া খাচ্ছে সেটা ধাক্কা দিয়ে ফেলে দিতাম। এখন যখন সেজেগুজে বের হই তখন মনে হয় আল্লা আমাকে যদি কেউ রঙ মেখে দেয়। আমি অবশ্য এখনো দুষ্টুই আছি। তবে বড় হয়েছি তো তাই ভদ্রতার সঙ্গে দুষ্টুমী করি।

Post a Comment

Disqus