শাহাজালাল (সাব্বির) / বর্তমানবার্তা ডট কম / ৪এপ্রিল ২০১৫ / উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বৈদ্যের বাজার (সোনারগাঁ) সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লিখক ও ভেন্ডার পরিচালনা কমিরি নির্বাচন শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহণের মধ্যদিয়ে শেষ হয়েছে। খলিলুর রহমান-মোঃ জসিম উদ্দিন পরিষদ ও ইসহাক-শাহিন পরিষদ এবং স্বতন্ত্র খেকে মোঃ শহীদ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন। এতে খলিলুর রহমান-মোঃ জসিম উদ্দিন পরিষদ নির্বাচনে বিজয়ি হন। নির্বাচনে প্রতিটি পরিষদ থেকে ১৫ জন করে দুইটি পরিষদে ৩০ জন ও স্বতন্ত্র থেকে ১জন মোট ৩১জন প্রার্থী প্রতিদ্বদ্ধিতা করেন। বৈদ্যের বাজার (সোনারগাঁ) সাব-রেজিষ্ট্রী অফিসের সাব-রেজিষ্ট্রার মোঃ অহিদুল ইসলাম উপস্থিত থেকে ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা দেন। এসময় বিজয়ি দল আনন্দ মিছিল করে । পরে আনন্দ মিছিল সাব-রেজিষ্ট্রী অফিস থেকে সোনারগাঁ উ্পজেলা পরিষদের সামনে হাজী শহিদদুল্লাহ প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি হাজী মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, সাবেক সভাপতি মোঃ কামরুল প্রমুখ। সভা শেষে কয়েক মন মিটি বিতরণ করা হয়।

Post a Comment
Facebook Disqus