বর্তমান বার্তা ডট  কম/ ১৮ এপ্রিল ২০১৫ /   বিদ্যুৎ থাকুক আর না থাকুক এখন চুলা থেকেই হবে মোবাইল চার্জ।
আমেরিকার একদল গবেষক সম্প্রতি এমন একটি চুলা আবিস্কার করেছেন যেটা থেকে রান্না-বান্নার পাশাপাশি মোবাইল চার্জ দেয়া যাবে।
নতুন উদ্ভাবিত এই চুলার সঙ্গে এমন একটি ডিভাইস যুক্ত করা হয়েছে যা দিয়ে অনায়াসে মোবাইল চার্জ করা যাবে। ডিভাইসটি আগুন থেকেবিদ্যুৎ তৈরি করবে। আর সেই বিদ্যুৎ থেকেই চার্জ হবে আপনার শখের মোবাইলটি।

Post a Comment

Disqus