গাজী রিপন / বর্তমান বার্তা ডট কম /১৯ এপ্রিল ২০১৫ / সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন
পরিষদ কার্যালয়ে গতকাল রবিবার সকালে গরিব দুস্থ রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার আয়োজন করে আয়েশা আমজাদ হাসপাতাল। বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন সরকারের সার্বিক সহযোগিতায় রোগিদের চিকিৎসা সেবা প্রদান করে আয়েশা আমজাদ হাসপাতার একটি চিকিৎক টিম । ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ডাঃ আমজাদ হোসেন,পরিচালক একরামুল হাসান,ডাঃ শিউলি সরকার,কামরুল হাসান,শহিদুল ইসলাম,মাহফুজা আক্তার,খাদিজা আক্তার,মমতাজ বেগম,রুমা আক্তার ,রবিউল ,আজিম সহ পুরোটিম সকাল থেকে ৫ টা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালনা করেন ।

Post a Comment
Facebook Disqus