বর্তমান বার্তা ডট কম / ৩০ এপ্রিল ২০১৫ / বন্দরের নবীগঞ্জে কদম রসুল দরগাহ শরীফে হযরত খাজা মঈন উদ্দিন চিস্তি (র) স্বরণে ২ দিন ব্যাপী পবিত্র ওরশ উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল শেষে দোয়া অনুষ্ঠিত হয়। খাদেম সৈয়দ গোলাম রসুল রনির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব শায়েখ মোহাম্মদ আবু সুফিয়ান আল আবেদী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব মাওলানা বদরুল আলম আল কাদরী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন খাদেম মোঃ খোরশেদ আলম, মোঃ নজরুল ইসলাম, খাদেম আমিনুল ইসলাম ঝন্টু, খাদেম হাজী রবিউল আউয়াল প্রমুখ। মাহফিল পরিচালনা করেন কদম রসুল দরগাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলহাজ্ব কাজী শরীফুল্লাহ শাহীন। ওরশের ব্যবস্থাপনায় রয়েছেন খাদেম দুদু মিয়া ও খাদেম মোঃ মাসুদ মিয়া। মাহফিলে হাজার হাজার মুসল্লী অংশ গ্রহন করেন। এছাড়াও হযরত খাজা গারিবের নেওয়াজ মঈনুদ্দিন চিশতি (রঃ) এর স্মরনে ৩য় বার্ষিক ওরশ মোবারক গত মঙ্গলবার রাতে বন্দর থানার চরঘারমোড়া হাজী মহিউদ্দিন মিয়ার রাইস মিলে অনুষ্ঠিত হয়েছে। ওরশ মোবারক অনুষ্ঠানে ভক্তি মূলক গান পরিবেশন শেষে আশেকান ও জাকেরানদের মাঝে রান্না করা তোবারক বিতরন করা হয়। ওরশ মোবারক  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাজা গারিবের নেওয়াজ কমিটির সভাপতি সালাউদ্দিন চায়না, ইমান আলী, আমান, শামীম দেওয়ান, মাঈনউদ্দিন, খাজা মোহাম্মদ, নূরুল হুদা, শাহ আলম সরদার, আশাবুদ্দিন সরদার, জাহাঙ্গীর, আহসান, আল আমিন, তাউলাদ, মোশারফ, আলম, কাঞ্চন বালা, মজিবর, সাত্তার, কাউছার ও বশির প্রমুখ। 

Post a Comment

Disqus