দীপক সূত্র ধর /বর্তমান বার্তা ডট কম / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়  এক গৃহবধূর কান কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব হলদা বাড়ী এলাকায় প্রতি পক্ষের লোকজন এক গৃহবধূর কান কেটে দিয়েছেন। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ব্যাপারে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেরাব হলদা বাড়ী গ্রামের সিরাজুল ইসলামের সাথে একই এলাকার শাহজাহান মিয়ার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে শাহজাহান মিয়া ও তার সহযোগি গোলজার, সামসুল ইসলাম, নাসরিন আক্তার ও শাহিদা বেগমের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল সিরাজুল ইসলামের স্ত্রী আউলিয়া বেগমের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা আউলিয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে মারাতœকভাবে আহত করে। একপর্যায়ে প্রতিপক্ষ গ্র“পের নাসরিন আক্তার উত্তেজিত হয়ে আউলিয়া বেগমের ডান কানে কামড় দিয়ে কেটে ফেলে। এসময় আউলিয়া বেগমের সঙ্গে থাকা বিভিন্ন স্বর্ণালংকার ছিনিয়ে নেয় প্রতিপক্ষের লোকজন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



Post a Comment

Disqus