বর্তমান বার্তা ডট কম / ১৮ মে  ২০১৫ / 

loversমানুষী যাকে

গুরু নজরে ভজন করে;

তিনি হয়তো মানুষ নয়, সে অন্যকিছু |


যে অন্যকিছুই, একদা মানুষ

সেজেছিলো; কামার্ত

নয় পবিত্রতায় |


হ্যা মানুষী কে

স্বপ্ন দেখিয়েছিলো

একদিন পাখি হয়ে দুজনে

সাদা পোশাকে উড়বেই নীলাকাশে |


কিন্তু সময় গড়িয়ে আজকেও

অনেক বেলা পেরিয়ে

নীলাকাশ কালো

হয়েছে |


অথচো এই

একটু আগেও উপস্থিত

কালচে আকাশ ঢের নীলাভ ছিলো |


নীলাকাশ তলে নির্দিষ্ট সময়

পর্যন্ত সফেদ পোশাকে

মানুষী মানুষ পানে

অপেক্ষমাণ

ছিলো |



Post a Comment

Disqus