বর্তমান বার্তা ডট কম / ৪ মে ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ গতকাল ১৪ ই রজব সোমবার সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় খানকা শরীফে হিন্দের অলী হযরত খাজা মাঈন উদ্দিন চিশতী (রাঃ) এর স্বরনে ওরশ মোবারক অনুষ্টিত হয় । খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক  নূর মোহাম্মদ সাহেবের পরিচালনায় এবং মাইল উদ্দিন সরকার,সাংবাদিক আশরাফুল আলম ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় সকাল থেকে সারা দিনব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল,তোবারক বিতরন করা হয়। পরে  হযরত খাজা বাবার আশেক,ভক্তদের আতাœর খোরাকের জন্য রাতে সামা ও বাউল গানের আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

Post a Comment

Disqus