বর্তমান বার্তা ডট কম /২১  মে ২০১৫ / বন্দরে প্রেমিকার বাড়িতে গিয়ে দেখা করতে গিয়ে আজিজুল (২৩) নামের এক প্রেমিক এখন হাজতে। গত বুধবার রাতে বাজুরবাগ এলাকা থেকে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানা হাজতে নিয়ে যায় পুলিশ। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, মুছাপুর বাজুরবাগ গ্রামের দুলাল মিয়ার দশম শ্রেনী ছাত্রী দুলনা আক্তার পাশ্বভর্তি আমৈর গ্রামের নুরে আলমের ছেলে আজিজুলের সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে বুধরাত সাড়ে ৯ টার দিকে প্রেমিক আজিজুল প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলে আসে। এসময় এলাকার লোকজন প্রেমিক আটক রেখে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করেন। এ খবর পেয়ে স্থানীয় মেম্বার নুরউদ্দিন ওই বাড়িতে গিয়ে মেয়ে না বালক বলে বিয়ে দেয়ার সম্ভম না হওয়ায় প্রেমিক আজিজুলকে পুলিশের হাতে তুলে দেয়। এ রির্পোট লেখা পর্যন্ত বন্দর থানা পুলিশ ২ পক্ষের অভিভাবকদের সমঝতায় মাধ্যমে আটককৃত প্রেমিক প্রেমিকার কাছ থেকে মুচলেকা নিয়ে থানা থেকে ছেঁড়ে দেয়।

Post a Comment

Disqus