
বর্তমান বার্তা ডট কম / ২৩ মে ২০১৫ /
লেখক : মাহফুজুর রহমান মাহফুজ
সোনারগাঁয়ের মানুষের বন্ধু তুমি
আছো সদা পাশে,
ছোট বড় সকলে তাই
তোমায় ভালবাসে।
অসহায়ের পাশে থাকো
নিরাশ করোনা কভু,
অনেক ঝামেলা সামলে নাও
বিরক্ত হও না তবু।
দুঃস্থ মানুষের বন্ধু তুমি
ডাকে দাও সাড়া,
প্রতিদিন তোমার দুয়ারে
ভীড় করে যারা।
শিশু-কিশোরের বন্ধু তুমি
শিক্ষায় বাড়াও হাত,
সহযোগীতার এই ধারাতে
বিচার করোনা জাত।
দুঃখী মানুষের বন্ধু তুমি
ব্যস্ত পুরনে অঙ্গীকার,
তুমি আছো সবার মনে
সোনারগাঁয়ের মাননীয় সংসদ সদস্য
আশির্বাদ রইলো তোমার প্রতি,
ভালো থেকো চিরকাল।
তুমি যে মানুষের প্রিয় বন্ধু,
“জননেতা লিয়াকত হোসেন খোকা”।
Post a Comment
Facebook Disqus