রাকিব রহমান /বর্তমান বার্তা / ৩১ মে ২০১৫ / যথা যোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু সৈনিকলীগে ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদর্যাপন করা হয়েছে । এ উপলক্ষে নারায়নগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার বিকেলে শোভা যাএা অনুষ্ঠিত হয়।এ সময় শোভা যাএা টি চাষারা শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্ব পথ প্রদক্ষিন করে পরে চাষারা এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সৈনিকলীগের সভাপতি রোমেল মোল্লা , জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বী ,জেলা ,সৈনিকলীগের সাধারন সম্পাদক সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদক রাকিব রহমান I শামীমসহ জেলার অন্যান নেতৃ বৃন্দ। এসময় অনুষ্ঠান সফল করতে আরও যোগদেন সোনারগাঁ উপজেলা ,বন্দর ,ফতুল্লাসহ বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য নেতৃ বৃন্দ।
নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু সৈনিকলীগে ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রাকিব রহমান /বর্তমান বার্তা / ৩১ মে ২০১৫ / যথা যোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু সৈনিকলীগে ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদর্যাপন করা হয়েছে । এ উপলক্ষে নারায়নগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার বিকেলে শোভা যাএা অনুষ্ঠিত হয়।এ সময় শোভা যাএা টি চাষারা শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্ব পথ প্রদক্ষিন করে পরে চাষারা এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সৈনিকলীগের সভাপতি রোমেল মোল্লা , জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বী ,জেলা ,সৈনিকলীগের সাধারন সম্পাদক সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদক রাকিব রহমান I শামীমসহ জেলার অন্যান নেতৃ বৃন্দ। এসময় অনুষ্ঠান সফল করতে আরও যোগদেন সোনারগাঁ উপজেলা ,বন্দর ,ফতুল্লাসহ বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য নেতৃ বৃন্দ।
Post a Comment
Facebook Disqus