বর্তমান বার্তা ডট কম / ১৮ মে ২০১৫ /  বন্দরে আফরুজা আক্তার সুর্বনা (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রী অপহরনের ঘটনায় জাহের (৩৫)
নামে এক অপহরনকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে বন্দর থানার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে অপহৃতা মাদ্রাসা ছাত্রীর পিতা হাসান ইমাম মুন্সী বাদী হয়ে অপহরনকারি ফয়সাল ও ধৃত জাহেরসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় অপহরণ মামলা দায়ের করেন । জানা গেছে,  গত ৬মে রাত ১টায় বন্দর থানার বঙ্গশাঁসন এলাকার হাসান ইমাম মুন্সির মেয়ে কুতুবপুর সায়েদা খাতুন দাখিল মাদ্রাসার ছাত্রী আফরোজা আক্তার সুর্বনা ও তার মা হনুফা বেগমের সাথে টয়লেটে যাওয়ার সময় উৎপেতে থাকা অপহরনকারিরা তার মেয়ে জোড় পূর্বক তুলে নিয়ে অপহরন করে। অপহরনের ঘটনার ১২ দিন পর অপহৃতা মাদ্রাসার ছাত্রী পিতা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ গতকাল সকালে বন্দর কাজীপাড়া এলাকার জব্বার মিয়ার ছেলে জাহেরকে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত অপহৃতা মাদ্রাসার ছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে পুলিশ। এবং ধৃত জাহেরকে উক্ত মামলায় গতকাল দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


Post a Comment

Disqus