
বর্তমান বার্তা ডট কম / ২৮ মে ২০১৫ / জেলা প্রশাসনের উদ্দ্যোগে বন্দরের লাঙ্গলবন্ধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্টেট হিসেবে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক। উচ্ছেদ অভিযানে লাঙ্গলবন্ধ এলাকায় প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তার সাথে ছিলেন সড়ক ও জনপদের উপ প্রকৌশলী মোঃ জাকির হোসেন, নিরাপত্তার দায়িত্বে ছিলেন বন্দর থানার ওসি নজরুল ইসলাম। শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থাপনাগুলি ছিল পানের দোকান, খাবার হোটেল, ওষুধের দোকান, কনফেকশনারী, মিস্টির দোকান ইত্যাদি। এ সকল স্থাপনা উচ্ছেদের ফলে প্রায় শতাধিক পরিবার বেকার হয়ে পড়েছেন। বোলডেজার দিয়ে স্থাপনা গুলি গুড়িয়ে দেয়া হয়। উল্লেখ্য যে, গত কয়েক মাস পূর্বে বন্দরে লাঙ্গলবন্ধে স্লান উৎসবে এসে ভিরের মধ্যে পরে ১০ জন পূর্ণার্থী মৃত্যু বরন করে। জেলা প্রশাসন এর কারন হিসেবে চিহিৃত করেছে অবৈধ স্থাপনা ও যানযটকে। এ ঘটনায় জেলা প্রশাসন উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে লাঙ্গলবন্ধ এলাকায় উচ্ছেদ অভিযান চালায়।
Post a Comment
Facebook Disqus