
বর্তমান বার্তা ডট কম / ১৩ মে ২০১৫ / সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের গোহট্রা এলাকায় গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গোহাট্রা থেকে মোগরাপাড়া হাইস্কুল পর্যন্ত সংস্কার কাজের উদ্ধোধন করা হয়। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের উদ্ধোধন করেন।
সোনারগাঁ উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে সড়কের সংস্কার কাজের উদ্ধোধনের সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেন, আল্লাহ যতদিন সুযোগ করে দিবেন ততদিন পর্যন্ত এলাকার উন্নয়ন করার জন্য আমি সবসময় আপনাদের সঙ্গে থাকবো।
এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ সামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী,কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাঈম ইকনাল,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, যুবলীগ নেতা মাসুম চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় তিনি এলাকার বিভিন্ন রাস্তাঘাট পরিদর্র্শন করেন।
Post a Comment
Facebook Disqus