
জি এম সুমন / ১৭ মে ২০১৫ / পূর্ব শত্রুতার জের ধরে জুয়েল নামের এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। রোববার সকালে আহতের স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার রাতে পুরান বন্দর চৌধূরী বাড়ী বাজার এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে জুয়েল (২৬) হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে রক্তাক্ত জখম করে একই এলাকার সেরাজল মিয়ার ছেলে হালিমকে ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুরান বন্দর চৌধূরীবাড়ী বাজার এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে জুয়েল গত রমজানে ৮-১০ জনের একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকার সেরাজুল মিয়ার ছেলে কাপড় ব্যবসায়ী হালিমকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় হালিমের আতœীয় বাতেন মিয়া বাদী হয়ে জুয়েলসহ কয়েকজন সন্ত্রাসীদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেন। এবং পরে স্থানীয় ভাবে বিচারের মাধ্যমে এ সমাধান করা হয়। আবারও গত শনিবার রাতে স্থানীয় কিছু মাদক সেবীদের সাথে জুয়েলের সংঘর্ষ হয়। মাদক সেবীদের সংঘর্ষের ঘটনায় প্রতিশোধ নিতে নিরীহ কাপড় ব্যবসায়ী হালিমকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে বলে তারা জানায়।
Post a Comment
Facebook Disqus