
স স্ট্যান্ড এলাকা থেকে মাইক্রোবাসসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, গতকাল সোমবার ভোর পৌনে ৪ টার দিকে লাঙ্গলবন্দ বাজার রাস্তা থেকে মহাসড়কে উঠার সময় লাল রঙের একটি (ঢাকা-ম-৫৮০) নতুন নোয়া মাইক্রোবাস তল্লাশীকালে ভেতরে সিটের নিচে লুকিয়ে রাখা নতুন গুলি ভর্তি একটি শর্টগান ও ভটকা ব্রান্ডের ১টি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়। এসময় গাড়ীর চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানিয়েছে, ডেমরা সারুলিয়া এলাকার আদম বেপারী জুয়েল মোল্লা’র ড্রাইভার হিসেবে সে কাজ করে। গ্রেপ্তারকৃত র্মোরশেদ লাঙ্গলবন্দ যুগীপাড়া এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। গ্রেপ্তারকৃত মোরশেদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও বিশেষ ক্ষমতা আইনে দুইটি মামলা দায়ের করেছে পুলিশ। এ ব্যপারে বন্দর থানার ইনস্পেক্টর (তদন্ত) মোকারম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ধৃত আসামীর বিরুদ্ধে ২টি মামলা হয়েছে মামলা নং ৩০(৫)১৫ ও ৩১(৫)১৫। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে আটক রাখা হয়েছে।
Post a Comment
Facebook Disqus