বর্তমান বার্তা ডট কম / ১২ মে ২০১৫ /  ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, আমি রাজনীতি বুঝিনা। জনগণ আমাকে নির্বাচিত করেছে সেবা করার জন্য। তাই জনগণের সেবা করে যেতে চাই। আমি শিক্ষা নিয়ে কোন রাজনীতি করিনা।  আমি বিশ্বস করি আজকের শিক্ষার্থীরা ভালভাবে লেখাপড়া করে মেধাবী হয়ে আগামীতে দেশের হাল ধরবে। তারাই হতে পারবে শেখ হাসিনার মতো এ দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও এমপি-মন্ত্রী। এ জন্য আমাদের ভবিষ্যত প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার একটি বদনাম রয়েছে আমি যে খানেই যাই সেখানেই কিছু দিয়ে আসি। তা সত্য। আমি মাত্র কয়েক টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। আজ আমি ব্যবসায় স্বাবলম্বি। ব্যবসা করে বিদেশের টাকা দেশে এনেছি। আর কষ্টার্জিত অর্থ জনগণের সেবায় লাগাতে পারলে তাতে আমি নিজেকে ধন্য মনে করি। আমি কথায় বিশ্বাস করিনা। কাজে বিশ্বাসী ও কাজ করতে ভালবাসি। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় বন্দর র্গালস স্কুল এন্ড কলেজে গত বছর এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় ২য় ও ৪৬ তম অধিকারকারী ছাত্রীদের নিজ তহবিল থেকে বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি নিজ তহবীল থেকে ২য় স্থান অধিকারকারী ফাতেমা জাহানকে ৫ লাখ ও ৪৬ তম অধিকারকারী তায়েবা আক্তারকে ৩ লাখ টাকার চেক প্রদান করেন। বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, জেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, মহিলা কাউন্সিলর ইশরাত হাজান খান স্মৃতি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। অনুষ্ঠানে উপস্থাপনা করেন অধ্যক্ষ বদরুজ্জামান। এ সময় স্কুল ও কলেজ গর্ভনিং বড়ির সদস্যসহ বিদ্যালয় ও কলেজের ছাত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি বন্দরের পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় আলহাজ্ব নাসিম ওসমান মড়েল উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্ধোধন করে। পরে তিনি বন্দর উপজেলায় গিয়ে ৫টি মসজিদে ৩০ হাজার টাকা ও জহরপুর রক্ষাকালী মন্দিরের উন্নয়নের জন্য ২০ হাজার টাকা, ৭টি পরিবারকে ৩ বান ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে সরকারি অনুদান বিতরণ করে। এর পর তিনি নিজ তহবীল থেকে অচ্ছিক ফান্ড থেকে ১০ জনকে দেড় লাখ টাকা অনুদানের চেক তুলে দেন। এ সময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন, সমাজ সেবা কর্মকর্তা হেলাল উদ্দিন ভূইয়া উপস্থিত ছিলেন। 


Post a Comment

Disqus