মোঃ মাসুদ রানা / ২৮ মেসোনারগাঁ উপজেলার বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী ১২৫ তম তিরোধান উৎসব অনুষ্ঠান ২ জুন অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে গতকাল বৃহস্প্রতিবার দুপুরে সোনারগাঁ (নারায়ণগঞ্জ-৩ ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা মেলা উৎসব স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী আশ্রম কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। এসময় এমপি লিয়াকত মেলা অনুষ্ঠান উপলক্ষে সার্বিক দিক নিয়ে আলোচনা করেন । সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভ’ঁঞা, বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক,উজ্জল কুমার পনির, নারায়ণসাহা,প্রদীপ কমার দাস,সঞ্জিত পোদার, সঞ্জয় কুমার বনিক, শম্ভু চন্দ্র দাস, লিটন বিশ্বাস,অরূপ মন্ডল, সুমন সাহা, নিতাই শীল, কমল রায়, সোনারগাঁ উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ফজললুল হক মাষ্টার, উপজেলা জাতীয় পার্টির নেতা , মাহফুজুর রহমান মাহফুজ, আনোয়ার হোসেন আনু, রফিক মেম্বার, আমিনুল ইসলাম, কামাল হোসেন বাদল , জাকির সরকার,আলমগীর সরকার, হেনা বেগম,কামাল হোসেন,আরিফুর রহমান, বুরবুল আহম্মেদ.জনি মাহমুদ, শাহিন মোল্লা, কবির প্রধান, গাজী শাহিন, জাকারিয়া, দুলাল সরকার, ময়নুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Post a Comment
Facebook Disqus