বর্তমান বার্তা ডট কম / ০৪ মে ২০১৫ /  আমরা যারা ডিসকাভারী বা জিওগ্রাফী এই চ্যানেল গুলো দেখি , তাতে আমরা দেখি যে অভিনতা বা অভিনেত্রী জঙ্গলে বা মরুভুমিতে পোকা মাকড় ধরে খাচ্ছে। কিন্তু এবার তা বাস্তবে করে দেখালেন লস অ্যাঞ্জেলেসের জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক। এ যেন ডিসকাভারী বা জিওগ্রাফীকে হার মানিয়েছে।

সম্প্রতি সালমা পোকা খাওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে একটি পোকাকে জিভের উপর নিয়ে তা মুখে ভিতর চালান করে দিলেন এই নায়িকা। সারা দুনিয়া যখন মাঠের ক্রিকেট মজে, তখন সালমাও মজলেন ক্রিকেটে, তবে জারা হটকে।

Post a Comment

Disqus