বর্তমান বার্তা ডট কম / ৩০ মে ২০১৫ / বন্দরে গরুর মাংসের টুকরায় আরবী হরফে আল্লাহু ও বিসমিল্লাহ লেখা পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার ব্যবসায়ী শহীদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া তার রান্না করা গরুর মাংসে আরবী হরফে লেখা দুটি দেখতে পায়। গরুর মাংসের টুকরার একপিঠে আল্লাহু অপর পিঠে বিসমিল্লাহ লেখা রয়েছে শুনে আশপাশের এলাকার শতশত মানুষ দেখার জন্য বাড়িতে ভীর জমায়।
জানা গেছে, পাশ্ববর্তী এলাকার বাজার হতে জৈনক ভাড়াটিয়া খাওয়ার জন্য গরুর মাংস কিনে আনে। মাংস রান্নাকরে রাতে খাওয়ার জন্য রেখে দেয়। রাতে খেতে বসলে হঠাৎ চোখে পরে আরবী হরফে লেখা আল্লাহু এবং অপর পিঠে বিসমিল্লাহ। লেখা দেখে উপস্থিত সবাই অবাক হয়েছেন।

Post a Comment
Facebook Disqus