বর্তমান বার্তা ডট কম / ১৭ মে ২০১৫ / ভারতীয় গরু, মহিষ আমদানি বন্ধ থাকায় বিকল্প পদ্ধতিতে আমদানী ও লালন পালনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবস্যায়ী সমিতি।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের মহাসচিব রবিউল আলম বলেন, ইতিমধ্যে আলোচনার জন্য বাণিজ্য, কৃষি, প্রানিসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে। আমদানির জন্য বিকল্প পথ হিসাবে নেপাল, ভূটান, মায়ানমার চেষ্টা করতে হবে।
তিনি বলেন, যুব সমাজকে সমবায়ের মাধ্যমে কৃষি ঋণ দিয়ে আমাদের চরঅঞ্চল, বনাঞ্চল,পাহাড়ি অঞ্চলে গরু, মহিষ লালন পালনের কাজে লাগতে হবে।
তিনি আরো বলেন, প্রতি বছর ৬০ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা গরুর বিনিময় ভারতের কমে যাচ্ছে অথচ ২০ হাজার কোটি টাকা গরু, মহিষ লালন পালনের কাজে খরচ করলে দেশের চাহিদা পূরন করে মাংস ও পশুর বর্জ্য রপ্তনী করে অর্থনৈতিক বিপ্লব ঘটতে পারবে।
সংগঠনের সভাপতি গোলাম মুর্তজার সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কাজী আনোয়ার হোসেন, খলিকুল রহমান, তারেক আহম্মেদ প্রমুখ।

Post a Comment
Facebook Disqus