বর্তমান বার্তা ডট কম / ১২ মে  ২০১৫ /  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃসেলিনা হায়াত আইভি বলেছেন,আমি জানি মানব সেবা আল্লাহর কাছে ,মানুষের কাছে না।আমি লোভ, স্বাঃর্থের উর্ধ্বে থেকে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের সাথে জীবনের শেষদিন পর্যন্ত কাজ করতে চাই। আমি চাইলেই আপনাদের কোটি কোটি টাকা দিতে পারবো না।আমি হুমকি, ধামকি,অ¯্র ঠেকিয়ে চাদাবাজি করতে পারবো না। যা পারবো আপনাদের সেবা দিতে পারবো, আপনাদের দুয়ারে দুয়ারে যেতে পারবো। আমি অন্যায়, অত্যাচার,অবিচার,খুনিদের বিরুদ্ধে  কথা বলতে পারবো। মিথ্যার বিরুদ্ধে কথা বলতে পারবো। সে শক্তি,সেই সাহস এবং সেই তাগদ আমার আছে, আল্লাহ আমাকে দিয়েছে।। আমি মত্যুকে ভয় পাই না। কাজ করতে গিয়ে দেখেছি কাজের ক্ষেত্রে আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি কোন পার্থক্য নেই। উন্নয়নে আমার কাছে  নারায়ণগঞ্জ, সিদ্দিরগঞ্জ, কদমরসুল সকলে সমান। সিটি করপোরেশনে আয় খুবই নগন্য।কদম রসুল এলাকা থেকে মাত্র দেড় কোটি টাকা ট্যাক্স পাই। অথচ বর্তমান পর্যন্ত নারায়ণগঞ্জে একশ কোটি,কদম রসুল এলাকায় দেড়শ কোটি এবং সিদ্দিরগঞ্জ এলাকায় একশ ত্রিশ কোটি টাকার কাজ চলমান।গতকাল সোমবার সকালে বন্দরের কবরস্থান রোডে প্রায় সারে চার কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডাঃ সেলিনা হায়াত আইভি আরও বলেন, অন্যায়,অবিচারের বিরুদ্ধে কথা বলাটাই কিন্তু জিহাদ। যেটা নারায়ণগঞ্জের মানুষ কোন দিন বলতে পারে নাই। মুখ বুঝে সহ্য করে।আমি ভয় পাই না। আল্লাহ কাইকে না কাউকে পাঠান কোন না কোন কিছু বলার জন্য । তাই আমি মনে করি ১৭ বছর নিউজিল্যান্ড থেকে এসে দুই দিনেই জনপ্রতিনিধি নির্বাচিত হলাম। সিটি করপোরেশনে কয়েকদিনের মাথায় মেয়র নির্বাচিত হই। টাকা পয়সার প্রতি লোভ নাই। আল্লার কাছে কখনো টাকা পয়সা চাই নাই।আমার নসিবে কি আছে জানিনা। আল্লার কাছে চাওয়া জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত মানবতার পাশে থাকতে চাই সেটা মেয়র হয়ে হোক বা আমার পেশা ডাক্তার হয়ে হোক অথবা আমরা ওরশ ও ফাতেহা  করি আল্লাহ ও রসুলের পথে থেকেই হোক। যারা মাকে মায়ের যাতকে অসম্মান করে তারা নিজেদের অসম্মান করে, নিজের মা ও বোনকে অসম্মান করে। নীচু শ্রেনী হতে এসেছে বলেই মায়ের জাতকে নিয়ে কুৎসিত কথা বলে। মায়ের জাতকে সম্মান দিয়ে কথা বলতে হয়।
২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন,২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইসরাত জাহান স্বৃতি, সুমি , নাসিকের প্রধান প্রকৌশলী ,উর্ধতন কর্মকর্তাও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।




Post a Comment

Disqus