বন্দরে নারী নির্যাতন মামলার আসামী রাজীব গ্রেপ্তার
বর্তমান বার্তা ডট কম / ১২ মে ২০১৫ / নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী রাজীব (২৪)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত রোববার রাতে থানার বন্দর হাফেজীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত রাজীব উক্ত এলাকার রাজা মিয়ার ছেলে। ধৃতকে উক্ত ওয়ারেন্টে গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরন করেছে পুলিশ।
Post a Comment
Facebook Disqus