
হামলায় মা ও মেয়েসহ ৪ জন আহত হয়েছে। গত বুধবার রাত ১১টায় বন্দর থানার সালেনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যপারে আহত চায়না বেগম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ এ ঘটনায় শওকত (৪৩) ও রুনা বেগম (৩০)কে আটক করে। জানা গেছে, গত বুধবার রাতে বন্দর থানার সালেনগর এলাকায় বসত বাড়ী সংক্রান্ত বিরোধের জের ধরে উক্ত এলাকার রিপন মিয়ার স্ত্রী হেনা বেগমের নেতৃত্বে তার সন্ত্রাসী ছেলে ইমন, একই এলাকার শওকত মিয়ার ২ ছেলে সবুজ ও রায়হান, কাশেম মিয়ার মেয়ে জুথি, ইউনুস মিয়ার স্ত্রী রুনা বেগম,বিচ্ছি মিয়ার ছেলে রিপন ও শওকতসহ কয়েক জন লাঠীসোটা নিয়ে সুফিয়া বেগমের উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে। পরে তার আতœচিৎকার শুনে তার মেয়ে চায়না বেগম, ফুপু হামিদা বেগম ও বোন শাহানাজ বেগম এগিয়ে আসলে হামলাকারিরা তাদেরকেও পিটিয়ে আহত করে। ওই সময় হামলাকারিরা চায়না বেগমের গলায় থেকে ১টি চেইন ছিনিয়ে নেয়। স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় বন্দর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারি শওকত মিয়া ও রুনা বেগমকে আটক করে। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃতরা থানা হাজতে আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Post a Comment
Facebook Disqus