বর্তমান বরতা ডট কম /  রোববার নিউজ নারায়ণগঞ্জ ডটকম এর নির্বাহী সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও বাংলা নিউজ এর জেলা প্রতিনিধি তানভীর হোসেন জুয়েল ভাইযের জন্মদিনে কেক কাটা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দিলীপ কুমার মন্ডল (দৈনিক কালের কণ্ঠ), তাপস সাহা (নারায়ণগঞ্জ ফটোজার্নালিস্ট এসোসিয়শেনের সভাপতি ও ফটো সাংবাদিক দৈনিক ইত্তেফাক), শরীফ সুমন (নিউজ নারায়ণগঞ্জ এর হেড অব নিউজ ও আলোকিত বাংলাদেশ), আলামিন প্রধান (যুগান্তর), মামুন মিয়া (নিউজ নারায়ণগঞ্জ, দ্যা রিপোর্ট ও আজকালের খবর), মেহেদী হাসান সজীব ( ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দৈনিক সমকাল), বিশ্বজিত দাস (নিউজ নারায়ণগঞ্জ ও বাংলামেইল), শাহাদাৎ হোসেন আকাশ (ভোরের ডাক ও যুগের চিন্তা), সনদ সাহা সানি (নিউজ নারায়ণগঞ্জ), মাজারুল ইসলাম রোকন (নিউজ নারায়ণগঞ্জ ও দ্য বাংলাদেশ টুডে), সফিকুল ইসলাম জনি (নারায়ণগঞ্জের আলো), জাবেদ আহম্মেদ জুয়েল (দৈনিক বর্তমান) ও দৈনিক সচেতন পত্রিকার ফটো সাংবাদিক মোক্তার হোসেন

Post a Comment

Disqus