বর্তমান বার্তা ডট কম / ০৯ মে ২০১৫ /   তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটেদের  হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। গতকাল শনিবার বন্দরের আমিরাবাদ রেললাইন এলাকায় এ ঘটনাটি ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন, চাঁন শরীফ, চাঁন শরীফের ছেলে জসিম , মেয়ে লাকি ও স্ত্রী  নাসিমা। হামলার শিকার চান শরীফ জানান, তিনি সম্প্রতি আমিরাবাদ এলাকার কাদির ও  আলম গংয়ের কাছ থেকে বাকিতে একটি মোবাইল সেট কিনেন। জুন মাসের এক তারিখে টাকা পরিশোধের কথা থাকলেও কাদির ও  আলম গং  টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে। নির্ধারিত সময়ের আগে টাকা পরিশোধের অসম্মতি জানালে আলম , কাদির ও দেলার নেতৃত্বে ১০/১২ জন বখাটে সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো অ¯্র নিয়ে  চাঁন শরীফের বাড়িতে হামলা চালায়। 


Post a Comment

Disqus