বর্তমান বার্তা ডট কম / ০৯ মে ২০১৫ /  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বন্দরের কলাগাছিয়া জামে মসজিদের সম্পত্তি জবর দখলের পাঁয়তারা করছে ভূমি দৎসু ও উক্ত ইউনিয়নের দূর্নীতিবাজ মহিলা মেম্বার  নাছিমা গং। এমন অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী। তারা
ক্ষোভ প্রকাশ করে জানান, বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত নারায়ণগঞ্জ এ বিচারাধীন দেওয়ানী মোকদ্দমা নং ৪২২/২০১৩ এ নিষেধাজ্ঞা প্রাপ্ত আবুল হোসেন মাষ্টার গং এর স্বত্ব দখলীয় জায়গায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত দূর্নীতিবাজ মহিলা মেম্বার নাসিমাগং নিজের ক্রয়কৃত সম্পত্তি বলে দাবী করে আসচ্ছে। এ ছাড়াও দূর্নীতিবাজ নাছিমা মেম্বার ক্ষমতার অপব্যবহার করে কলাগাছিয়া জামে মসজিদের সম্পত্তির উপর বেআইনি ভাবে ওয়াল নির্মান করার পাঁয়তারা করে আসচ্ছে। ওয়াল নির্মান কাজে এলাকাবাসী বাধা দিলে এ সময়  সন্ত্রাসী ও দূনিতীবাজ মহিলা মেম্বার নাছিমাগং স্থানীয় এলাকাবাসীকে নানা ভাবে হুমকি দামকি অব্যহত রেখেছে। সন্ত্রাসী ও দূর্নিতীবাজ মহিলা মেম্বার নাছিমা বেগমগংদের আগ্রাসীর কবল থেকে রেহাই পাওয়ার জন্য নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি ও জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কমনা করেছেন সচেতন কলাগাছিয়া এলাকাবাসী।   


Post a Comment

Disqus