
বর্তমান বার্তা / ২২ মে ২০১৫ / বন্দর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। বন্দর প্রেসক্লাবের সভাপতি এড. শাহ আলী মোঃ পিন্টু খানের (অর্থনীতির কাগজ) সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবির হোসেনের (দিনকাল) উপস্থাপনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মহিউদ্দিন সিদ্দিকী (নয়দিগন্ত), সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (মানবকন্ঠ ও দৈনিক দেশের আলো), অর্থ সম্পাদক ইরান মৃধা (শীতলক্ষ্যা), এস এম শাহীন (সচেতন), কাজিম আহাম্মেদ (মাইটভি), আতাউর রহমান (যুগান্তর), নুরুজ্জামান (মানব জমিন), জি এম মাসুদ (জনকন্ঠ), মেহেবুব, কবি শহীদুজ্জামান ফিরোজ, ফাতেমা আক্তার সিমু, সরদার মোঃ আলীম, চৌধুরী লায়লা আরজুমান বানু, কমল খান (নারায়ণগঞ্জের আলো), সন্তুষ রায়, আমির হোসেন (সোজাসাপটা) প্রমুখ। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ, অর্থ সম্পাদকের প্রতিবেদন পাঠ ও হিসাব বিবরণী দাখিল করা হয়। সভায় সর্ব সম্পতিক্রমে আগামী ২৯ মে ১৫-১৭ অর্থ বছরের নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Post a Comment
Facebook Disqus