
রাকিব রহমান / বর্তমান বার্তা ডট কম / ২৪ মে ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ১২৫ তম তিরোধান উৎসব উপলক্ষে গতকাল রোববার দুপুরে উপলক্ষে আশ্রমের আশে পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৩০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয় । সুত্রে জানা গেছে, আশ্রমের গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছিল ওই সকল দোকানপাট । উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আবুনাছের ভূঁঞা । আবুনাছের ভূঁঞা বলেন,শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ১২৫ তম তিরোধান উৎসব উপলক্ষে আশ্রম এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে বিভিন্ন ধরনের দোকান নির্মিত হয়েছে। উৎসবে আসা প্রার্থনার্ীদের সুবিধার্থ এই অভিযান চালানো হয়েছে।
Post a Comment
Facebook Disqus