বর্তমান বার্তা ডট কম / ২২ জুন২০১৫ /  বৌদ্ধ অধ্যুষিত জনসংখ্যার বিশ্বের বৃহত্তম দেশ চীনে পবিত্র রোজা পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির কমিউনিস্ট সরকার। এ কারণে রমজান মাস জুড়ে সব ধরনের রেস্টুরেন্ট ও খাবারের দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।  হিজরি সনের রমজান মাসের চাঁদ উঠায় গত বৃহস্পতিবার থেকে দেশটিতে শুরু হয়েছে রোজ। আর সেই উপলক্ষে দেশটির মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে রোজা পালনের ওপর বিধিনিষেধ জারি করে সরকার। ওই প্রদেশে বাস করেন সরকারের দ্বারা নিপীড়িত মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় উইঘুরের সদস্যরা।
এদিকে, গত সপ্তাহে জিনজিয়াং প্রদেশের জিংহি কাউন্টির খাদ্য ও ওষুধ প্রশাসনের ওয়েবসাইটে পোস্ট করা এক নোটিশে বলা হয়েছে, রমজানের সময় খাদ্য সরবরাহের দোকান ও স্থানগুলো স্বাভাবিক নিয়মেই চলবে ও খোলা থাকবে।
উল্লেখ্য, প্রতি বছরই রমজান মাসের শুরুতেই জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের লোকদের রোজা পালনে বিধিনিষেধ আরোপের চেষ্টা করে কর্তৃপক্ষ। এর ফলে মানবাধিকার সংগঠনগুলোর কঠোর সমালোচনার মুখেও পড়ে দেশটির কর্তৃপক্ষ।

Post a Comment

Disqus