বর্তমান বার্তা ডট কম / ১১ জুন ২০১৫ / সময়টা সত্যি ভালো যাচ্ছে না রণবীর কাপুরের৷ ‘বম্বে ভেলভেট’ বক্স অফিসে ভরাডুবির পর এবার সমস্যায় তাঁর পরের ছবি ‘জগ্গা জাসুস’৷ অন্য একটি ছবির সঙ্গে মিল থাকায় ছবির বেশীরভাগ অংশ নতুন করে শুট করার সিদ্ধান্ত নিলেন পরিচালক অনুরাগ বসু৷ এর জেরে বাধ্য হয়েই রণবীর পিছলেন তাঁর বিয়ে৷‘জগ্গা জাসুস’ মিউজিক্যাল ফিল্ম৷ পরিচালক চেয়েছিলেন গানে গানেই কাহনি অনেকটা এগিয়ে যাবে৷ সেইমতো হয়েছিল শুটিং৷ ছবির প্রায় অর্ধেকের বেশী শুটিংয়ের পর পরিচালক জানতে পারেন ওমপ্রকাশ মেহরার ‘মির্জিয়া’ ছবিরও চলন একইরকম৷ দুটি ছবিই ন্যারেটিভের স্টাইলে প্রায় এক হয়ে যাওয়ায় নিজের ছবি বদলানোর সিদ্ধান্ত নেন অনুরাগ৷ ফলে পুরনো শুটিংফেলে দিয়ে আবার নতুন করে শুটিং হচ্ছে ছবির৷ ছবিতে প্রায় জোর করে গোবিন্দাকে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করতে রাজি করিয়েছিলেন পরিচালক৷ কিন্তু নতুন চিত্রনাট্যে বাদ পড়ছেন গোবিন্দা৷ এ নিয়ে রীতিমতো অসন্তুষ্ট তিনি৷
এদিকে এই ঘটনা প্রভাব পেলছে তাঁর ব্যক্তিগত জীবনেও? ছবিতে তাঁর বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ৷ ছবির গল্প অনুযায়ী তাঁরা প্রেমিক-প্রেমিকা৷ এ ছবি মুক্তির আগেই যদি তাঁরা বিয়ে করেন, তবে অনস্ক্রিন প্রেমিক প্রেমিকা হিসেবে তাঁদের মেনে নাও নিতে পারেন দর্শক৷ তাই বাধ্য হয়েই বিয়ের তারিখ পিছচ্ছেন রণবীর৷ একই সমস্যা হয়েছিল ঐশ্বর্য-অভিষেকের ক্ষেত্রেও৷ ‘গুরু’ সিনেমার জন্য বিয়ে পিছিয়েছিল তাঁদের৷ তাও ‘গুরু’তে তাঁরা ছিলেন স্বামী-স্ত্রী’র ভূমিকায়৷ কিন্তু এখানে রঁবীর-ক্যাট একেবারেই ইয়ং কাপল৷ ছবির এই অবস্থায় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ রণবীর৷ বরং ব্যক্তিগত জীবনেই যা কমপ্রোমাইজ করার তাইই করছেন৷
Post a Comment
Facebook Disqus