বর্তমান বার্তা ডট কম / ১৬ জুন ২০১৫ / বন্দর থানা পুলিশ গত সোমবার সন্ধ্যায় বন্দরের নবীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ৩ মাদক সেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার মোস্তফা কামালের ছেলে জাহিদুর (২৮), মৃত বোরহান সর্দারের ছেলে মাহিম (২৯) ও মৃত জিল হক মিয়ার ছেলে শাহজামাল (২৫)। গতকাল মঙ্গলবার পুলিশ তাদের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করে।

Post a Comment

Disqus