বর্তমান বার্তা ডট কম / ১১ জুন ২০১৫ / বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আগামী ১২ থেকে ১৪ জুন চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিতব্য ‘তৃতীয় চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশন’ এবং ২৩তম চায়না কুনমিং আমদানি রপ্তানী পণ্য মেলা’ এ অংশগ্রহণের জন্য চীন সরকারের আমন্ত্রণে বৃহস্পতবিার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

তাকে বিদায় জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো: আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। সফর শেষে ১৪ জুন স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।


Post a Comment

Disqus