বর্তমান বার্তা ডট কম / ২১ জুন ২০১৫ / বন্দরের সোনাকান্দায় সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজের ২টি লোহার প্লেট চুরি করে পালানো সময় মালসহ জনতা ৩ চোরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিটি কর্পোরেশনের ঠিকাদারী প্রতিষ্ঠান খান এন্ড সন্সের মালিক ইঞ্জিনিয়ার ফয়সাল মাহমুদ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। গ্রেফতারকৃত চোরেরা হলো অটো চালক নূরে আলম (২৫), শিপন (১৯) ও রকিব (১৮)।
জানা গেছে, বন্দরের সোনাকান্দা এলাকায় নাসিক ২০ নং ওয়ার্ডে গভীর ড্রেন নির্মাণ চলছে। খান এন্ড সন্স ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছেন। সোনাকান্দা এলাকার আলী মিয়ার ছেলে শিপন ও মৃত ইমান আলীর ছেলে রাকিব ড্রেন নির্মাণে ঢালাই কাজে ব্যবহৃত লোহার ২টি প্লেট চুরি করে সালেহ নগর এলাকার নোয়াব আলী মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আৎ সোবহান মিয়ার ছেলে নূরে আলমের অটো বাইকে তুলে নেয়ার সময় জনতা অটোসহ ৩ চোরকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ঠিকাদার ইঞ্জিনিয়ার ফয়সাল মাহমুদ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। গতকাল রোবাবর দুপুরে পুলিশ অটো চালক নূরে আলমকে ছেড়ে দেয় ও ২ জনকে আদালতে প্রেরণ করে। আদালত তাদের জেল হাজতে পাঠায়। 


Post a Comment

Disqus