বর্তমান বার্তা ডট কম / ১১ জুন ২০১৫ / এক ডাক্তারকে চড় মারার অভিযোগে পুলিশ গ্রেফতার করল গায়ক মিকা সিংকে। দু’মাস আগে দায়ের করা ডাক্তারের অভিযোগের ভিত্তিতে বুধবার মিকাকে গ্রেফতার করে দিল্লী পুলিশ । তাকে ইন্দ্রাপুরী পুলিশ স্টেশনে রাখা হয়েছে ।
দিল্লির অপথ্যালমোলজিক্যাল সোসাইটিতে আয়োজন করা হয়েছিল ‘মিকা নাইট’। জুম্মে কি রাত, তু মেরি হিরো-র মতো গানের সুরে জমে উঠেছিল সেই সন্ধ্যা। আর এর মাঝে ঘটে এই বিপত্তি। এই অনুষ্ঠানের ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, মেজাজ হারিয়ে মিকা ওই ডাক্তারকে চড় মেরে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দিচ্ছেন। তবে মিকার পাল্টা অভিযোগ, “ওই ডাক্তার আপত্তিকর অঙ্গভঙ্গি করছিলেন”।
অন্যদিকে অনুষ্ঠানের আয়োজক ড. রাজেশ সিংহের অভিযোগ, মিকা তাঁর বাউন্সারদের ওই ডাক্তারকে মঞ্চে তুলে নিয়ে আসতে বলেন এবং মারতে শুরু করেন ।

Post a Comment
Facebook Disqus