বর্তমান বার্তা ডট কম / ২২জুন ২০১৫ / ভারতের বিপক্ষে জয় এর সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে টাইগার বনাম ইন্ডিয়া।প্রথম ম্যাচে জয় পাওয়ায় একটু বেশিই উত্তেজনায় ক্রিকেট প্রেমীরা। প্রথম ওয়ানডের পর আবারো রুবেল-মাশরাফিদের খেলা দেখতে স্টেডিয়ামে গেছেন সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রি নাজনীন আক্তার হ্যাপি।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে হ্যাপি নিজের ফেসবুক প্রোফাইলে নিজের একটি উচ্ছ্বসিত ছবি পোস্ট করেছেন।

এর আগে প্রথম ওয়ানডেতে সঙ্গীত তারকা লোপা হোসেনকে সাথে নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন হ্যাপি। সঙ্গীত তারকা লোপা হোসেন তার ফেসবুক প্রোফাইলে হ্যাপি ও নিজের একটি উচ্ছ্বসিত ছবিও পোস্ট করেছিলেন। ছবিতে দেখা যায় উচ্ছ্বসিত হ্যাপি চোখ টিপে গালে হাসছেন, তাদের মাঝখানে একজন বোরকা পরিহিত নারী এবং অপরপাশে ডানদিকে লোপা হোসেন। তবে লোপা ছবিটিতে কোনো ক্যাপশন দেননি।

সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসে হ্যাপি বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়ে শুভ কামনা জানিয়েছেন।


Post a Comment

Disqus