সাইফুর রহমান (শুভ) / বর্তমান বার্তা ডট কম / ২১ জুন ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান দীর্ঘ দিন যাবত ছুটিতে রয়েছেন অসুস্থতার কারণ দেখিয়ে । তার অনুপুস্থিতিতে উপজেলার কার্যক্রমে সমস্যার দেখা দিলে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্বান্ত গৃহিত হয় ,উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুপুস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়াম্যান শাহ আলম রুপন । সাধারণ সভা কতৃক গৃহিত সিদ্বান্ত স্থানিয় সরকার  মন্ত্রনালয়ে প্রেরন করলে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়াম্যানের আর্থিক,প্রশাসনিক ও নির্বাহী ক্ষমতা সহ সকল দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে শাহআলম রুপন এর উপর স্থানিয় সরকার মন্ত্রনালয় কতৃক অর্পন করা হয়।এখন থেকে তিনি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন ।




Post a Comment

Disqus