‡gv. RvwKi †nv‡mb S›Uz / বর্তমান বার্তা ডট কম / ১৪ জুন ২০১৫ / সোনারগাঁয়ে জজ মিয়া নামের এক কেয়ার টেকারের হাত-পা বেঁধে ডাকাতি ঘটনা সংঘটিত হয়েছে। এ সময় লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে লুটে নিয়েছে ডাকাতদল। গত শনিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় ঘটে এ ঘটনা। কেয়ার টেকার মো. জজ মিয়া জানায়, দীর্ঘ দিন যাবত সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইলস্থ চেয়ারম্যান বাড়ীর নুরুজ্জামান জজের সোনারগাঁয়ের মিরেরটেকস্থ বাগান বাড়ীতে কেয়ার টেকারের দায়িত্বে নিয়োজিত আছেন। এমতাবস্থায় গত শনিবার রাতে দেশীয় অ¯্রে শ¯্রে সজ্জিত হয়ে ৪-৫ জনের ডাকাত দল ওই বাড়ীর গেটের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং ডাকাতরা তার গলায় রামদা ধরে চোখ-মুখ ও হাত-পা বেঁধে তাকে জিম্মি করে ১টি রঙিন টিভি, ১টি ফ্রিজ, ১টি টেবিল ফ্যান, ১টি পানির মটর, টস লাইট, প্লাষ্টিকের চেয়ার ও ঘরের অন্যান্য আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে ডাকাত দল। পরে, আশে-পাশের লোকজন টের পেয়ে এগিয়ে আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায় এবং এলাকাবাসী তাকে উদ্ধার করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত বাদী পক্ষের মধ্যে মামলার প্রস্তÍুতি চলছে। এ ব্যাপারে পুলিশ জানায়, ডাকাতি না চুরি উক্ত ঘটনায় কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Disqus