বর্তমান বার্তা ডট কম / ২৮ জুন ২০১৫ / একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আবারও বেশকিছু নিয়মের পরিবর্তন ঘটাল আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে আর থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে। ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য আনতে ওয়ানডে ক্রিকেটের ফিল্ডিংয়ে আরও কয়েকটি পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানরা এখন বোলারদের চেয়ে অনেক বেশি সুবিধা পান উল্লেখ করে আইসিসির ক্রিকেট কমিটি ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেয়ার সুপারিশ করেছিল। বার্বাডোজে আইসিসির বার্ষিক সভায় শুক্রবার তা অনুমোদিত হয়। এ নিয়মে প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় বাধ্যতামূলক দু’জন ‘ক্লোজ ফিল্ডার’ রাখার নিয়ম বাদ দেয়া হয়েছে। এছাড়াও এখন থেকে শেষ ১০ ওভারে ৩০ গজের বাইরে চারজনের বদলে সর্বোচ্চ পাঁচজন ফিল্ডার রাখা যাবে।
এর ফলে এখন থেকে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দু’জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চারজন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচজন ৩০ গজের বাইরে থাকতে পারবেন। প্রয়োজনে ইচ্ছে করলে আক্রমণাত্মক বা রক্ষণাত্মক ফিল্ডিং সাজাতে পারবেন অধিনায়করা।
ওয়ানডে ও টি ২০তে সব ‘নো’ বলেই এখন ফ্রি হিট দেয়া হবে। আগে শুধু বোলারের ডেলিভারির সময় ওভার স্টেপিংয়ে ফ্রি হিট দেয়া হতো। ৫ জুলাই থেকে নতুন নিয়মগুলো কার্যকর
হবে বলে আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের দাবি, প্রাণবন্ত ও জনপ্রিয় ওয়ানডে ফরম্যাটে আমূল পরিবর্তনের প্রয়োজন নেই। তবে ফরম্যাটটিকে মানুষের কাছে আরও সহজ করতে এবং বল-ব্যাটের মধ্যে ভারসাম্য আনতেই এ নতুন নিয়ম চালু করা হচ্ছে।
বিশ্বকাপের পর মে’তেই ওয়ানডে এবং টি ২০ ক্রিকেটে ব্যাট-বলের ভারসাম্য আনতে আইসিসির ক্রিকেট কমিটিকে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব দেয়া হয়। তখন আইসিসির পক্ষ থেকে বলা হয়েছিল, অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি ওয়ানডে এবং টি ২০তে ব্যাটিং পাওয়ার প্লে তুলে দেয়ার সুপারিশ করেছে।
শুধু ব্যাটিং পাওয়ার প্লেই তুলে দেয়া নয়, ক্রিকেটের উন্নতির লক্ষ্যে আরও কয়েকটি নিয়ম পরিবর্তনের সুপারিশ করেছে কমিটি। ৪১ থেকে ৫০তম ওভার পর্যন্ত ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচজন ফিল্ডার রাখার নিয়ম এবং প্রতিটি ‘নো’ বল হলেই ফ্রি হিট চালুর সুপারিশ করেছে আইসিসির উল্লিখিত কমিটি। সেই সিদ্ধান্তই আলোর মুখ দেখতে যাচ্ছে। ওয়েবসাইট।
নতুন নিয়ম
* যে কোনো নো বলে ফ্রি হিট
* প্রথম ১০ ওভার বাধ্যতামূলক পাওয়ার প্লেতে সর্বোচ্চ দু’জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারবেন। তবে দু’জন ক্লোজ ফিল্ডার রাখার নিয়ম বাদ দেয়া হয়েছে
* ১৬ থেকে ৪০ ওভারের মধ্যে যে ব্যাটিং পাওয়ার প্লে ছিল তা থাকছে না। এ সময় চার ফিল্ডারকে ৩০ গজের বাইরে থাকতে হবে
* শেষ ১০ ওভারে পাঁচ ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারবেন
আগের নিয়ম
* আগে শুধু পায়ের ‘নো’ বলে (ওভার স্টেপিং) ফ্রি হিট দেয়া হতো
* আগের নিয়মে প্রথম ১০ ওভারে দু’জন ৩০ গজের বাইরে থাকতে পারতেন এবং সঙ্গে দু’জন ক্লোজ ফিল্ডার
রাখার নিয়ম ছিল
* এর আগে ১৬-৪০ ওভারের মধ্যে ব্যাটসম্যানরা ইচ্ছে করলে টানা পাঁচ ওভার ব্যাটিং পাওয়ার প্লে নিতে পারতেন। তবে সাধারণ ৩৬-৪০ ওভারের মধ্যেই ব্যাটসম্যানরা পাওয়ার প্লে নিতেন
* আগে ৪১-৫০ শেষ ১০ ওভার চারজন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারতেন

Post a Comment

Disqus