বর্তমান বার্তা  ডট কম / ১৩ জুন ২০১৫ / সোনারগাঁয়ে মরহুমজায়েদা খাতুন জণকল্যান ফাউন্ডেশনের শুভ উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন ডালিয়া লিয়াকত,সাবেক উপজেলা মহিলা প্যানেল চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা। এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহ মোঃ মঞ্জুর কাদের (পিপিএম) , উপজেলা নবনির্বাচিত নারী উন্ন্য়ন ফোরামের নির্বাহী সদস্য ফ্যান্সি আক্তার, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী মোঃ  সুলতান খান, জাতীয় পার্টির নেতা মাসুম চৌধুরী , স্বপন, দেলোয়ার হোসেনসহ অসংখ্য নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কাঁচপুর ইউপির কুতুবপুর শাহী মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তার আগে বিকেল ৩ টার দিকে উপজেলা মিলনায়তনে উপজেলা নবনির্বাচিত নারী উন্ন্য়ন ফোরামের সদস্যদের সংধ্বনা দেন । সংধ্বনা অনুষ্ঠিানের আয়োজন করেন সাংসদ লিয়াকত হোসেন খোকা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বহিী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভ’ঁঞা। প্রধান বিশেষ উপস্থিত ছিলেন নারী নেত্রী ডালিয়া লিয়াকত,সাবেক উপজেলা মহিলা প্যানেল চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিনা আক্তার । অন্যদের মধ্যে ছিলেন রুনা মেম্বার, কাউন্সিলর জাহেনা আকতার মনি,ফ্যান্সি আক্তারসহ বিভিন্ন ইউপির মহিলা মেম্বাররা। পরে সাংসদ লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল মেলার উদ্বোধন করেন।

Post a Comment

Disqus