বর্তমান বার্তা ডট কম / ২৮ জুন ২০১৫ /  ঈদ এলেই শিল্পীদের ব্যস্ততার পরিমাণ একটু বেড়ে যায়। একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে নাটক কিংবা টেলিফিল্মে কাজ করেন। তবে কতটা প্রচার হয় তার খোঁজ কিন্তু শিল্পী খুব কমই রাখেন। চেষ্টা করেন কাজের সংখ্যা বাড়ানোর। তবে কিছু ক্ষেত্রে ভালো কাজের সন্ধানেও থাকেন তারকা শিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের জন্য একটি ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, চাঁদনী ও জেনি। রূপান্তরের রচনা ও মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় নাটকটির নাম ‘মায়াবন বিহারিণী’। শুক্রবার থেকে রাজধানীর উত্তরায় নাটকের শুটিং শুরু হয়েছে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে দিনার বলেন, ‘মৌলিক গল্পের নাটকে কাজ করতে ভালোই লাগে। এটি তেমনই একটি নাটক।’ চাঁদনী বলেন, ‘নতুন ধারাবাহিকে আমরা অনেক ভালোলাগা নিয়েই কাজ করছি।’ জেনি বলেন, ‘পরিচালককে ধন্যবাদ এমন একটি কাজে আমাকে রাখার জন্য। আশা করছি দর্শকরা নাটকটি পছন্দ করবেন।’


Post a Comment

Disqus