বর্তমান বার্তা ডট কম / ১৭ জুন ২০১৫ / বন্দর থানা পুলিশ জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে বন্দর থানার সেলসারদী এলাকা ও নবীগঞ্জ বাগবাড়ী এলাকা হতে এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ সেলসারদী এলাকার কফিল উদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী আনিজুল (৫০) ও একই থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার মৃত ডেঙ্গর আলী মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩৫)। ধৃতদের উক্ত ওয়ারেন্টে গতকাল বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Post a Comment
Facebook Disqus