বর্তমান বার্তা ডট কম / ২২ জুন ২০১৫ / চীনের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি প্রদেশে বৃষ্টির কারণে ভূমিধ্বস, ঘরচাপা কিংবা বিদ্যুতায়িত হয়ে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আরও চারজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

চীনের লোক-মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সেই সূত্রে এক প্রতিবেদনে শনিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

খবরে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টি ও ঝড়ে হাজারো ঘরবাড়ি ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।

লোক-মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ভারি বর্ষণের কারণে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হুবেই প্রদেশে। সেখানে অন্তত ১০ জন মারা গেছেন। লোক-মন্ত্রণালয় জানিয়েছে, প্রদেশের ছয় লাখ ৬৪ হাজার মানুষ ভারি বর্ষণের শিকার হয়েছেন।

হুনান প্রদেশে পাঁচ, গাইঝু প্রদেশে দুই ও আনহাই প্রদেশে একজন মারা গেছেন।


Post a Comment

Disqus