মা ছাড়া যে কিছুই আমার
ভালো লাগে না।
তোমার কোলে জন্মেছি মা
তাতেই আমি ধন্য
তোমার বুকে সুখে দুঃখে
জীবন করবো পুন্য।
মা গো তোমার হাসি
তোমার খুশি
দেখবো জীবন ভরে
মা গো তোমার বুকে
থাকবো আমি
সারা জীবন ধরে।
মা গো তোমার মুখের কথা
মনে পড়ে সদা
সকাল সাজে বুকের মাঝে
মধুর এই নাম আঁকা।
Post a Comment
Facebook Disqus