বর্তমান বার্তা ডট কম / ২২ জুন ২০১৫ / বন্দরে ব্রন্মপুত্র নদীতে  জাল চুরির ঘটনায় ২ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। গত শনিবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল প্রদিপ (১৭) ও বলাই (১৬)। এলাকাবাসী ও জালের মালিক রাজিব জানান, গত শুক্রবার গভীর রাতে বন্দর উপজেলার নরর্পদীস্থ মিয়ারবাগ ব্রন্মপুত্র নদী থেকে আমার ১ লাখ ১০ হাজার টাকার মূল্যের মাছ ধরার জাল চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। পরে গত শনিবার রাতে অজ্ঞাত চোরের দল আবারও উক্ত স্থানে জাল চুরি করতে আসলে ওই সময় উৎপেতে থাকা স্থানীয় জনতা ২ চোরকে আটক করলে বাকি চোরের দল পালিয়ে যায়। আটকৃতরা হল ঢাকা ডেমরা থানার চনপাড়া এলাকার সুরেশ মিয়ার ছেলে প্রদিপ (১৭) ও বন্দর থানার মীরকুন্ডী এলাকার অপর চোর বলাই (১৬)। এ রির্পোট লেখা পর্যন্ত  আটকৃত চোরদের থানায় না দিয়ে চোরাই জাল উদ্ধারের জন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় এলাকাবাসী।

Post a Comment

Disqus