র্বতমান র্বাতা ডট কম / ১০ জুন ২০১৫ / যুবতি ধর্ষনের ঘটনায় বিচার শালিসি বৈঠকে বিয়ের কাবিনে স্বাক্ষর দেওয়ার পূর্বে বিচারকদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে মাইনউদ্দিন (২৪) নামে এক লম্পট ধর্ষক। গত শনিবার বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ কল্যান্দী এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় পঞ্চায়েতের র্নিদেশে এ ব্যাপারে ধর্ষিতা যুবতির মা হাসিনা বেগম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষক মাইনউদ্দিনের মা শেফালী বেগম (৪৫)কে আটক করে। অভিযোগ ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, বন্দর থানার কল্যান্দী এলাকার মৃত আলী হোসেন মিয়ার মেয়ে (১৮) সাথে একই এলাকার ইউসুব মিয়ার ছেলে মাইনউদ্দিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর ধারাবাহিকতায় লম্পট মাইনউদ্দিন মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে র্দীঘ ৬ মাস ধরে একই এলাকার মৃত আলী হোসেন মিয়ার যুবতি মেয়েকে বিভিন্ন সময়ে ধর্ষন করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে মেয়ে পক্ষরা ধর্ষক মাইনউদ্দিনকে বিয়ের জন্য চাপসৃষ্টি করে।  এ ঘটনায় গত শনিবার কল্যান্দী এলাকায় স্থানীয় পঞ্চায়েত কমিটি এক বিচার শালিসের আয়োজন করে। এবং বিচার বৈঠকে পঞ্চায়েত কমিটির উপস্থিতিতে উভয়কে ইসলামি শরয়িত মোতাবেক বিয়ে দেওয়ার রায় প্রদান করা হয়। পঞ্চায়েতের রায়  উভয় পক্ষের লোকজনরা মেনে নিয়ে তাৎক্ষনিক বিয়ের আয়োজন করে। বিয়ের কাবিনে ছেলে ও মেয়ের উভয় পক্ষের লোজজনেরা স্বাক্ষি হলেও বিয়ের কাবিনে ধর্ষক মাইনউদ্দিন স্বাক্ষর না দিয়ে সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার মা বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ  গত মঙ্গলবার রাতে ধর্ষকের মা শেফালী বেগমকে আটক করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত শেফালী বেগম বন্দর থানা হাজতে আটক আছে বলে অপর একটি সূত্রে জানা গেছে।


Post a Comment

Disqus