‡gv. RvwKi †nv‡mb S›Uz/বর্তমান বার্তা ডট কম / ১৭ জুন ২০১৫ / 
পল্লী বিদ্যুতের নতুন সার্কুলার আসছে আন-লোড ট্রান্সর্ফামা হলেও নতুন সংযোগ দেয়া হবে আজুহাত দেখিয়ে সোনারগাঁয়ের চেঙ্গাইনস্থ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের বিদ্যুৎবিদ মামা আব্দুল্লাহ ও ভাগিনা সাইফুলের মাধ্যমে ওয়্যারিং ইন্সপেক্টর ইউসোব গ্রাহকদের নিকট  থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওয়াতাধীন বিভিন্ন এলাকার লক্ষাধিক গ্রাহক ৪-৫ বছর পূর্বে আবেদন করার পরও ট্র্যান্সর্ফামার আন-লোড থাকার কারণে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেনা। এসব গ্রাহকরা বিদ্যুৎ অফিসে ধর্ণা দিয়ে হয়রানী হয়ে আসছে। এতে, অনেকের আবেদন অনমোদন হওয়ার পরও সংযোগ পায়নি। এদিকে, অত্র অফিসের ওয়্যারিং ইন্সপেট্কর ইউসোব বিদ্যুবিদ আব্দুল্লাহ ও তার ভাগিনা কোনাবাড়ী গ্রামের মালেকের ছেলে সাইফুলের মাধ্যমে পূর্বের হয়রানীকৃত আবেদনকারীদের বিদ্যু সংযোগ না দিয়ে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নতুন গ্রাহকদের নিকট থেকে জনপ্রতি ২০Ñ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে ৩-৪ দিনের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দিচ্ছে। এ বৈষম্মের কারণে সদর দপ্তর এলাকার আওতাধীন গনকবাড়ী, চোত্রাপাশা, বরগাঁও, লস্করবাড়ী, আন্দারমানিক, নয়াপুর, নানাখী, আমবাগ, বেলাবো, কাহেনা, ভরৎ, গজারিয়াপাড়া, কোনাবাড়ী, আমগাঁও, উটমা, সিরাবো, কোবাগা, পেচাইন, সিংলাবো, পাকুন্ডা, বস্তল, কলÍাপাড়া, হাতুড়াপাড়াসহ অন্যান্য এলাকার শত শত পুরাতন গ্রাহক বিদ্যুৎ সংযোগ না পেয়ে এদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব ভোক্তভোগী গ্রাহকরা জানায়, পুরাতন সংযোগ না দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে কিভাবে নতুন সংযোগ দেয়া হচ্ছে তা কতৃপক্ষের নিকট এদের প্রশ্ন। জানায় অনতিলম্বে পুরাতন ভোক্তভোগী গ্রাহকদের বিদ্যুৎ সংযোগের অগ্রাধিকার ভিত্তি ব্যবস্থা না হলে তারা উক্ত বিদ্যুৎবিদ ও ওয়্যারিং ইন্সপেক্টরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর ঘেরাও কর্মসূচী পালন করা হবে। গনকবাড়ী গ্রামের ইসমাইল জানায়, গত ৫ দিন পূর্বে আব্দুল্লাহ ও সাইফুনল তার নিকট থেকে ২০ হাজার টাকা নিয়ে ৫ দিন পর তার মিটার সংযোগ দিতে গেলে অত্র এলাকার ভোক্তভোগী গ্রাহকদের বাঁধার মূখে মিটার সংযোগ দিতে পারেনি। একই গ্রামের মানিক, আমিনুল, রিনা, রোকন জানায়, তাদের নিকট থেকেও অনুরুপ ভাবে নতুন সংযোগ দেয়ার অজুহাতে এরা চুক্তিভিত্তিক ৩ দিনের মধ্যে মিটার সংযোগ দিবে টাকা নিয়েছে। ভোক্তভোগীরা এ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কতৃপক্ষে হস্তক্ষে কামনা করছে।


Post a Comment

Disqus