
বর্তমান বার্তা ডট কম / ২১ জুন ২০১৫ / অভিনব কৌশলে রপ্তানীমূখী একটি শিল্পপ্রতিষ্ঠানের কভার্ডভ্যান ভর্তি জিন্স প্যান্ট ছিনতাই করে নেওয়ার সময় সোনারগাঁও উপজেলার বাঘবাড়ি তালতলা এলাকা থেকে গত শনিবার গভীর রাতে ৭ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ ২টি কভার্ডভ্যানসহ ৪০ লাখ টাকা মূল্যের ৩‘শ ৪০ কার্টন জিন্স প্যান্ট উদ্ধার করে। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জান গেছে, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া হাবিরবাড়ি এলাকায় অবস্থিত পোশাক উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান পিএ নিট কম্পোজিট লিমিটেড থেকে ৩‘শ ৪০ কার্টন জিন্স প্যান্ট নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উজালা পরিবহনের কভার্ডভ্যান (কুষ্টিয়া-ট-১১-০৫৬৭) গত শনিবার গভীর রাতে গাজীপুর এলাকায় পৌছানোর পর ওই পরিবহনে চালক ও হেলপারের যোগসাজসে ৩/৪ জনের একদল ডাকাত হানা দেয়। এসময় ওই ডাকাতদল কভার্ডভ্যানটি সুকৌশলে এশিয়ান হাইওয়ের পাশে সোনারগাঁও উপজেলার তালতলা বাঘবাড়ি এলাকায় অবস্থিত এবিএম ইন্টার লাইনিং লিমিটেড নামক একটি কারখানার ভেতরে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে থাকা ৮/১০ জনের একদল ডাকাত পিএ নিট কম্পোজিট লিমিটেড কারখানার ৩‘শ ৪০ কার্টন জিন্স প্যান্ট থেকে অর্ধেক কার্টন জিন্সপ্যান্ট অপর একটি কভার্ডভ্যান (ঢাকা মেট্টো-অ-১৪-০৫৪১) তুলে নিয়ে পালিয়ে যেতে শুরু করে। এসময় ওই এলাকায় টহলরত সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ শরীফুল আলম এর নেতৃত্বে একদল পুলিশ বিষয়টি টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে। পরে ডাকাত সদস্য- মূল হোতা জাহাঙ্গীর আলম(৩০), কভার্ডভ্যান চালক নূর মোহাম্মদ(৪৫), বাবুল(৪০), মনোয়ার(২৪), মোখলেছুর রহমান(৩০), মারুফ ইসলাম(২০) ও মো: সোহেল(২৪) নামে ৭ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
পিএ নিট কম্পোজিট লিমিটেডের মালিক পক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানান, বিদেশে রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দরে জিন্স প্যান্টগুলো পাঠানোর জন্য উজালা পরিবহনে লোড করা হয়। পথে ওই মালামাল ছিনতাইয়ের কবলে পরে। পরে সোনারগাঁও থানা পুলিশ ওই মালামাল উদ্ধার করে। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মো: মঞ্জুর কাদের পিপিএম জানান, গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। গ্রেফতারকৃত ডাকাতরা এবিএম ইন্টার লাইনিং লিমিটেডের ভিতরে এর আগে ডাকাতির মালামাল এনে খালাশ করেছে বলে পুলিশের কাছে স্বৃকারোক্তি দিয়েছে। এঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Post a Comment
Facebook Disqus